• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গুলিস্তানের মার্কেটে আগুন নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২, ২০২৫, ১১:৪৭ এএম
গুলিস্তানের মার্কেটে আগুন নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

ঢাকা: রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলায় একটি ইলেকট্রনিক্স পণ্যের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। সকাল ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ১০টায় আগুন লাগার খবর পাওয়ার পর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে ধাপে ধাপে আরও ১০টি ইউনিট সেখানে যোগ দেয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

ঘটনাস্থলে থাকা ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুন লাগার স্থানটি মূলত ইলেকট্রনিক্স পণ্যের দোকান এলাকা। আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ার পরিমাণ এবং আগুনের ভয়াবহতা রয়ে গেছে বলে জানান তারা। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও ঘটনাস্থলে তৎপর রয়েছে এবং নিরাপত্তার স্বার্থে মার্কেট এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ওএফ

Wordbridge School
Link copied!