• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জুলাই ফাউন্ডেশনের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৪, ২০২৫, ০৭:৩৯ পিএম
জুলাই ফাউন্ডেশনের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

ফাইল ছবি

ঢাকা: ভুয়া ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সরকারি তালিকায় নাম লেখানোর অভিযোগ যাচাইয়ের নামে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তাসহ মোট ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১১ নভেম্বরের মধ্যে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বাদী সাবিনা ইয়াসমিন আদালতে মামলা করেন। মামলার আসামিরা হলেন- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, কর্মকর্তা সাগর, মেহেদী হাসান প্রিন্স, আফজালুর রহমান সায়েম, সাইদুর রহমান শাহিদ, ফাতেমা আফরিন পায়েল, রেজা তানভীর, আলিফ, জাহিদ, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী, সোনিয়া আক্তার লুবনা, শামীম রেজা খান ও রাকিন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সাবিনার স্বামী ও সন্তানরা গত ১৯ জুলাই চট্টগ্রাম রোড এলাকায় আন্দোলনে অংশ নেন। ওই দিন তার স্বামীর হাঁটুর নিচে গুরুতর আঘাত লাগে এবং ছেলের পা ভেঙে রগ ছিঁড়ে যায়। পরবর্তী বছর ২০ মার্চ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অফিসে গেলে ফাউন্ডেশনের কর্মকর্তা এবং অন্যান্য আসামিরা তাদের জিজ্ঞাসাবাদ করেন।

সাবিনার অভিযোগ, তার স্বামী ও সন্তানকে ‘ভুয়া জুলাই যোদ্ধা’ বলে হুমকি দেওয়া হয়, জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করা হয়, এবং তার ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। নির্যাতনের ফলে তার স্বামী মানসিকভাবে অসুস্থ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। পরে কিছুটা সুস্থ হয়ে সাবিনা আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন।

এসএইচ
 

Wordbridge School
Link copied!