• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পুলিশের সাথে সংঘর্ষ: রাস্তায় পড়ে রইল জুলাই যোদ্ধার কৃত্রিম হাত


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৭, ২০২৫, ০৪:৩৮ পিএম
পুলিশের সাথে সংঘর্ষ: রাস্তায় পড়ে রইল জুলাই যোদ্ধার কৃত্রিম হাত

ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা: জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর সংসদ ভবন এলাকা। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সেখানে আগত জুলাই যোদ্ধাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। পাল্টা প্রতিক্রিয়ায় তারা ইটপাটকেল নিক্ষেপ করেন।

সংঘর্ষের একপর্যায়ে আহত এক জুলাই যোদ্ধার কৃত্রিম হাত খুলে পড়ে থাকতে দেখা যায় সংসদ ভবনের সামনে রাস্তায়। প্রত্যক্ষদর্শীরা জানান, লাঠিচার্জের সময় ওই ব্যক্তি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। পরে ভিড়ের মধ্যে পড়ে থাকা তার কৃত্রিম হাতটি কেউ তুলতে পারেননি।

সরেজমিনে দেখা যায়, উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কিছুক্ষণ পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে, জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি, জুলাই আহত বীরের মর্যাদা, এবং জুলাই সনদে স্বীকৃতি অন্তর্ভুক্তিসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নেন জুলাই যোদ্ধারা। তারা ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এলাকা ছাড়বেন না।

সংঘর্ষের মধ্যে বিক্ষিপ্ত আন্দোলনকারীরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন এবং বেশ কয়েকটি ট্রাক ও বাসে ভাঙচুর চালান। পুলিশের ব্যারিকেডে ব্যবহৃত রোড ব্লকারগুলো একত্র করে আগুন ধরিয়ে দেন তারা।

এ ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে সেচ ভবনের সামনে তৈরি অস্থায়ী তাঁবুতেও আগুন লাগিয়ে দেন আন্দোলনকারীরা।

দুপুর পর্যন্ত এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ সংসদ ভবনের চারপাশে কড়াকড়ি নিরাপত্তা জোরদার করেছে।

এসএইচ
 

Wordbridge School
Link copied!