ছবি: সংগৃহীত
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো জাহাজের একাংশে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, কার্গো ভিলেজের ওই অংশে আগুন লাগার পরপরই সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করা হয়। সেখানে মূলত আমদানি করা পণ্য মজুদ রাখা হয়েছিল।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান জানান, ফায়ার সার্ভিস ও বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিটসহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মাসুদুল হাসান আরও জানান, আগুন লাগলেও বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় এখনও পর্যন্ত দুইজন হতাহতের খবর পাওয়া গেছে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।
এসএইচ







































