• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে কড়া বার্তা দিল সরকার


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০২৫, ০৩:৩১ পিএম
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে কড়া বার্তা দিল সরকার

ছবি: প্রতীকী

আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ একান্ত প্রয়োজন ছাড়া না করার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত নতুন পরিপত্র জারি করা হয়েছে।

সাম্প্রতিক নির্দেশনায় বলা হয়েছে, এর আগে বিদেশ ভ্রমণ সীমিতকরণের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ও অর্থ বিভাগ থেকে আলাদা আলাদা নির্দেশনা জারি করা হয়েছিল। তবে সেগুলো যথাযথভাবে অনুসরণ না করার ঘটনা ঘটছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, অনেক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব একই সময়ে বিদেশ সফরে যাচ্ছেন। একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা একসঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন, যা আগের নির্দেশনার পরিপন্থি। এসব ঘটনার প্রেক্ষিতে নতুন করে সতর্ক করা হয়েছে কর্মকর্তাদের।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, আগের পরিপত্রের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে এবং এখন থেকে নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করতে হবে।

পরিপত্রের কপি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং সব উপদেষ্টার একান্ত সচিবদের কাছে পাঠানো হয়েছে।

এসএইচ
 

Wordbridge School
Link copied!