ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকা থেকে ‘জুলাইযোদ্ধা সংসদ’-এর আহ্বায়ক ও উত্তরা সরকারি কলেজের প্রাক্তন ছাত্র আরমান আহমেদ শাফিনের (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে আদম আলী মার্কেটের পাশের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে।
আরমান আহমেদ শাফিন দক্ষিণখানের ৮ নম্বর রেলগেট এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং সব সম্ভাবনা খতিয়ে দেখা হবে।
সহযোদ্ধারা বলছেন, আরমানের মৃত্যু রহস্যজনক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা এলাকার সাবেক সমন্বয়ক নুর মোহাম্মদ বলেন, অল্প জায়গায় এমনভাবে ঝুলে আত্মহত্যা করা সম্ভব নয় বলে তাদের ধারণা।
সহযোদ্ধারা অভিযোগ করেছেন, আরমানকে হত্যা করে ঝুলিয়ে রাখা হতে পারে। তার অস্বাভাবিক মৃত্যুতে সংগঠনের সদস্যদের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভও তৈরি হয়েছে।
আইইউবিএটির শিক্ষার্থী রাজু আহমেদ জানান, আরমানের মা শোকে বারবার বলছিলেন, “আমার ছেলেকে কেন নিল?”
জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পর উদীয়মান তরুণ ও ছাত্র সংগঠনগুলোর মধ্যে ‘জুলাইযোদ্ধা সংসদ’ বেশ সক্রিয় ভূমিকা রাখছে। সংগঠনের উত্তরা ইউনিটে আরমান আহমেদ শাফিন ছিলেন অন্যতম সক্রিয় মুখ।
এসএইচ







































