• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এভারকেয়ারে জুবাইদা রহমান, খালেদা জিয়া লন্ডন যাত্রায় বিলম্ব


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৫, ২০২৫, ১২:২৭ পিএম
এভারকেয়ারে জুবাইদা রহমান, খালেদা জিয়া লন্ডন যাত্রায় বিলম্ব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান শুক্রবার সকালে লন্ডন থেকে ঢাকায় এসে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। বেলা ১১টা ৫৪ মিনিটে তিনি হাসপাতালে প্রবেশ করেন।

এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

এদিকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে নেওয়ার প্রক্রিয়া আরও কিছুটা বিলম্ব হচ্ছে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এয়ার অ্যাম্বুল্যান্সে হঠাৎ কারিগরি সমস্যার কারণে এটি শুক্রবার ঢাকায় নামতে পারেনি। তিনি বলেন,  “সব ঠিক থাকলে শনিবার এটি পৌঁছাতে পারে। ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযোগী হলে এবং মেডিক্যাল বোর্ড অনুমতি দিলে আশা করছি আগামী রবিবার তাকে লন্ডনে নেওয়া সম্ভব হবে।”
এম

Wordbridge School
Link copied!