• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভাইকে ভারতীয় বোনের মরদেহ দেখার সুযোগ করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন বিজিবির


চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ৫, ২০২৫, ০৪:০৬ পিএম
ভাইকে ভারতীয় বোনের মরদেহ দেখার সুযোগ করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন বিজিবির

ছবি : প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ: চাপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সীমান্তের দুই দেশের মানুষের আবেগ ও সম্পর্কের প্রতি সম্মান দেখিয়ে ভারতীয় এক নারীর মরদেহ তার বাংলাদেশি স্বজনদের শেষবারের মতো দেখার সুযোগ করে দিয়েছে বাহিনীটি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভারতের মালদা জেলার কালিয়াচক থানার দুইছতরবিঘি গ্রামের বাসিন্দা ফনি বেগম (৭৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সংবাদ পাওয়ার পর তার বাংলাদেশে বসবাসরত ভাই আতাউর রহমান (৬০) এবং তার পরিবার মরদেহ দেখার জন্য বিজিবির কাছে আবেদন করেন।

আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে মহানন্দা ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে জরুরি যোগাযোগ করা হয়। আবেদনের প্রেক্ষিতে শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস-এর কাছে শূন্য লাইনে বিজিবি-বিএসএফ উভয় বাহিনীর উপস্থিতিতে মরদেহ দেখার ব্যবস্থা করা হয়।

স্বজনদের শেষবারের মতো ফনি বেগমের মুখ দেখার সুযোগ করে দেওয়ায় তারা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং এই মানবিক উদ্যোগের জন্য বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন, “বিজিবি সব সময় মানবিক কর্মকাণ্ডে সংবেদনশীল ও সহানুভূতিশীল। যে কোনো মানবিক কাজে বিজিবি মৌলিক দায়িত্ব হিসেবে ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ।”

পিএস

Wordbridge School
Link copied!