• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১০, ২০২৫, ০৮:০৮ পিএম
ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে সোমবার রাত সাড়ে ৭টার দিকে একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। বাসটি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে। তবে বাসে যাত্রী ছিলেন কি না বা আগুনের কারণ কী, তা এখনও জানা যায়নি।

বাসটির পাশ দিয়ে সাত-আটজন তরুণ হেঁটে যাচ্ছিলেন, তখন হঠাৎ আগুন ধরে যায়। নাশকতা নাকি দুর্ঘটনা, তা এখনো নিশ্চিত নয়।

এর আগে ভোরের দিকে রাজধানীর মেরুলবাড্ডা ও শাহজাদপুরে দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। উভয় বাসই ভিক্টর পরিবহনের।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!