• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে কমিশনের সুপারিশ চূড়ান্ত, গেজেট প্রকাশ নিয়ে সুখবর


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৬, ২০২৫, ০৮:১৩ পিএম
পে কমিশনের সুপারিশ চূড়ান্ত, গেজেট প্রকাশ নিয়ে সুখবর

ফাইল ছবি

নতুন পে–স্কেল ঘোষণার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাতীয় পে কমিশনের সুপারিশ চূড়ান্ত করা এবং ১৫ ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় গেজেট প্রকাশ করতে পারে-বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এমনই আলোচনার ইঙ্গিত মিলেছে।

এদিন জাতীয় পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির। বৈঠকে বেতন গ্রেড কমিয়ে আনা, সময়সীমা নির্ধারণ, সুপারিশ জমা এবং গেজেট প্রকাশের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের পর বাদিউল কবির জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। কমিশন চেয়ারম্যান তাঁদের জানিয়েছেন, দাবিগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ চলছে। ৩০ নভেম্বরের মধ্যেই প্রতিবেদন দেওয়ার চেষ্টা চলছে।

এর আগে নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ জমা না হলে কর্মচারীরা আলটিমেটাম দিয়েছিলেন। দীর্ঘদিন কমিশনের পক্ষ থেকে কোনো আপডেট না থাকায় কর্মচারীদের মধ্যে হতাশাও বাড়ছিল। তবে বুধবারের আলোচনায় নতুন করে আশার সুর ফিরেছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!