• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শান্তি চুক্তি ভেঙ্গে ফের ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৯, ২০২৫, ১১:৩০ এএম
শান্তি চুক্তি ভেঙ্গে ফের ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীবাহী বাসে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ হামলা চালায় আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কলেজে যাওয়ার পথে বাসটিকে লক্ষ্য করে হঠাৎ হামলা চালানো হয়। এতে বাসের বেশ কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায় এবং কাচের আঘাতে শিক্ষার্থীদের হাত কেটে যায়।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, হামলাকারীরা তাদের কিছু বই-ব্যাগও ছিনিয়ে নিয়েছে। তবে হামলার কারণ বা ঘটনা কীভাবে ঘটল—তা এখনও স্পষ্ট নয়।

এর আগে গত ৯ নভেম্বর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা মেটাতে মৌখিক শান্তি চুক্তি হয়। আজকের ঘটনায় সেই সমঝোতা ভঙ্গ হলো বলে দাবি করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

পুলিশ ও কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Wordbridge School
Link copied!