• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চার বিশিষ্ট নারীর  হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৯, ২০২৫, ১১:৪৭ এএম
চার বিশিষ্ট নারীর  হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে এই পদক তুলে দেন তিনি।

পদকপ্রাপ্তরা হলেন– রুভানা রাকিব (নারীশিক্ষা, গবেষণা), কল্পনা আক্তার (নারী অধিকার, শ্রম অধিকার),
নাবিলা ইদ্রিস (মানবাধিকার) এবং ঋতুপর্ণা চাকমা (নারী জাগরণ, ক্রীড়া)।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করছে, যার মধ্যে রয়েছে আলোচনা সভা, প্রদর্শনী ও সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানটি নারী অধিকার ও সমাজে নারীর ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরেছে।

এম

Wordbridge School
Link copied!