• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সুদানে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ৬ সেনা নিহত, গুরুতর আহত আটজন


নিউজ ডেস্ক ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:৩০ পিএম
সুদানে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ৬ সেনা নিহত, গুরুতর আহত আটজন

সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও আটজন।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে সন্ত্রাসীরা অতর্কিত আক্রমণ চালায়। এতে বাংলাদেশ কন্টিনজেন্টের ছয়জন সেনা সদস্য প্রাণ হারান এবং আটজন আহত হন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার পর সন্ত্রাসীদের সঙ্গে শান্তিরক্ষীদের সংঘর্ষ চলমান রয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানায়, সুদানের কোরদোফান অঞ্চলে জাতিসংঘের একটি স্থাপনায় হামলার ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাদের ওপর এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এম

Wordbridge School
Link copied!