• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সারা দেশে পুলিশ মোতায়েনের নির্দেশ ইসির, রিটার্নিং কর্মকর্তাদের জন্য গানম্যান


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৪, ২০২৫, ০৯:৪৩ এএম
সারা দেশে পুলিশ মোতায়েনের নির্দেশ ইসির, রিটার্নিং কর্মকর্তাদের জন্য গানম্যান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সারা দেশে নির্বাচন অফিসগুলোর নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণার পর দুর্বৃত্তরা লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এসব অফিসে গুরুত্বপূর্ণ নির্বাচন সংক্রান্ত নথি, মালামাল ও যন্ত্রপাতি সংরক্ষিত থাকায় সেগুলোর সুরক্ষা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মনে করছে কমিশন।

এই প্রেক্ষাপটে সারা দেশের আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা ও জেলা নির্বাচন অফিস এবং উপজেলা/থানা নির্বাচন অফিসে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।

রিটার্নিং কর্মকর্তাদের নিরাপত্তাও জোরদার

এদিকে পৃথক আরেকটি চিঠিতে তিনজন রিটার্নিং কর্মকর্তার সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

চিঠিতে বলা হয়, তফসিল ঘোষণার পর ঢাকা, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলের তিনজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে নির্দিষ্ট সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন—

ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা-১৩ ও ঢাকা-১৫), চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চট্টগ্রাম-১১) এবং খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (খুলনা-৩)।

এই কর্মকর্তাদের দায়িত্ব পালনের সময় সার্বক্ষণিক নিরাপত্তার জন্য প্রত্যেকের সঙ্গে গানম্যান নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইসি।

নির্বাচনের গুরুত্বপূর্ণ তারিখ

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী— মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়ন যাচাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি,প্রচারণা ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।

এম

Wordbridge School
Link copied!