• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি স্টাইলে সাংবাদিকের ওপর হামলা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৪, ২০২৫, ১১:৩৬ এএম
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি স্টাইলে সাংবাদিকের ওপর হামলা

রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে এই হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, একজন যুবক দৌড়ে এসে সাংবাদিকের হাত ধরে তাকে ঘুরিয়ে ফেলে দেন। এরপর ওই যুবক দৌড়ে পালানোর সময় পুলিশ তাকে আটক করে। উত্তেজিত জনতা হামলাকারীকে মারধরের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারী যুবক এবং হামলার শিকার সাংবাদিকের পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সকাল ৭টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তার ২০ মিনিট পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও পুষ্পস্তবক অর্পণ করেন।

এ ঘটনায় পুলিশ ঘটনার সত্যতা যাচাই করছে এবং হামলার উদ্দেশ্য ও পরিস্থিতি খতিয়ে দেখছে।

এম

Wordbridge School
Link copied!