ফাইল ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে আবদুল ছাত্তার মৃধা নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর বয়স ছিল ৮২ বছর। নিহত আবদুল ছাত্তার মৃধা উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের বেলাব গ্রামের বাসিন্দা। তিনি মৃত হামেদ আলী মৃধার ছেলে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে শীত নিবারণের জন্য আবদুল ছাত্তার বাড়িতে ধান সিদ্ধ করার চুলার আগুন পোহাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি আগুনে দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাঁর মৃত্যু হয়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ







































