• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাদির ছবি আঁকা হেলমেট পরে প্যারাট্রুপিংয়ে আশিক চৌধুরী


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৪, ২০২৫, ০২:১৯ পিএম
হাদির ছবি আঁকা হেলমেট পরে প্যারাট্রুপিংয়ে আশিক চৌধুরী

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে এক ব্যতিক্রমী ও গৌরবময় উদ্যোগের ঘোষণা এসেছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে। রবিবার ১৪ ডিসেম্বর প্রকাশিত এক পোস্টে জানানো হয়, আগামী ১৬ ডিসেম্বর ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে প্যারাট্রুপিংয়ের মাধ্যমে একটি বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন।

এই ঐতিহাসিক প্যারাট্রুপিংয়ে অংশ নেওয়া ৫৪ জনের একজন আশিক চৌধুরী। তিনি আকাশে ঝাঁপ দেওয়ার সময় ওসমান হাদির ছবি আঁকা একটি বিশেষ হেলমেট পরিধান করবেন। বিজয়ের দিনে এই প্রতীকী উদ্যোগকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং দৃঢ় অবস্থানের প্রকাশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে পরিচিত ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় এই আয়োজন উৎসর্গ করা হচ্ছে। একই সঙ্গে মহান বিজয় দিবসে দেশবাসীর কাছে তার আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।

বিজয় দিবসে জাতীয় পতাকা হাতে প্যারাট্রুপিংয়ের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ার এই উদ্যোগকে দেশের ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। এটি যেমন জাতীয় গৌরবের প্রতীক, তেমনি এক আহত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক বার্তাও বহন করছে।

এসএইচ  

Wordbridge School
Link copied!