ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক ব্যক্তিদের কাছ থেকে এই ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল সংখ্যক চেকবই ও বেশ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এসব তথ্য নিশ্চিত করে।
এদিকে, হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শুনানিতে আব্দুল হান্নান আদালতকে জানান, তিনি মোটরসাইকেলটি মিরপুরের মাজার রোড এলাকা থেকে কিনেছিলেন। পরিবারের আপত্তির কারণে শুরুতে বাইকটি ব্যবহার করা হয়নি। পরে দীর্ঘদিন পড়ে থাকায় নষ্ট হয়ে যেতে পারে আশঙ্কায় তিনি একটি শোরুমে মোটরসাইকেলটি বিক্রি করে দেন।
তিনি আরও বলেন, বিক্রির সময় শোরুম কর্তৃপক্ষকে মালিকানা পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছিল। দুই মাস আগে শোরুম থেকে তাকে যোগাযোগ করা হলেও অসুস্থতার কারণে তিনি তখন যেতে পারেননি।
এর আগে রোববার রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে আব্দুল হান্নানকে আটক করে র্যাব। মামলার প্রক্রিয়া তখনও চলমান থাকায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পল্টন মডেল থানার পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে, ওসমান হাদির ওপর হামলার মূল পরিকল্পনাকারী এখনো দেশের মধ্যেই রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক এবং অপর দু’জন অবৈধভাবে সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সন্দেহভাজন হামলাকারীদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। ইমিগ্রেশন রেকর্ড অনুযায়ী তারা দেশ ছেড়ে পালায়নি। ফয়সালের পাসপোর্ট নম্বর শনাক্ত করা হয়েছে এবং সর্বশেষ ভ্রমণ তথ্য অনুযায়ী দেশে ফেরার পর তার বিদেশে যাওয়ার কোনো প্রমাণ নেই।
পুলিশ জানায়, তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা গণমাধ্যমকে জানানো হবে।







































