• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাদিকে সিঙ্গাপুর নিতে সোমবার সকালে আসছে এয়ার অ্যাম্বুলেন্স


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:৫৬ পিএম
হাদিকে সিঙ্গাপুর নিতে সোমবার সকালে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সোমবার (আগামীকাল) এয়ার অ্যাম্বুলেন্সে তাকে বিদেশে পাঠানোর প্রস্তুতি চূড়ান্ত হয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছে। একই দিন দুপুর দেড়টার দিকে বিমানটি ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করবে।

বিমানবন্দর সূত্র আরও জানায়, হাদির সঙ্গে কারা যাচ্ছেন—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

এর আগে পরিবারের পক্ষ থেকে তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার পর তার মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লেগেছে। এ কারণে তার অবস্থা এখনো আশঙ্কাজনক রয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এম

Wordbridge School
Link copied!