• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাদিকে বিদেশে নেওয়া হবে কি না, মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:০৭ এএম
হাদিকে বিদেশে নেওয়া হবে কি না, মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদিকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে কি না—এই সিদ্ধান্ত নিতে আজ আবারও জরুরি বৈঠকে বসেছে মেডিকেল বোর্ড।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত এই বৈঠকে রোগীর বর্তমান শারীরিক অবস্থা, বিদেশে স্থানান্তরের ঝুঁকি ও সম্ভাবনা এবং সামগ্রিক চিকিৎসা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন এবং ওসমান হাদির চিকিৎসা বোর্ডের সদস্য ডা. আব্দুল আহাদ জানান, আজকের বৈঠকে বিদেশে নেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, “রোগীর বর্তমান অবস্থা, ভ্রমণের সময় সম্ভাব্য ঝুঁকি এবং পরবর্তী চিকিৎসার ধাপগুলো বিবেচনা করে মেডিকেল বোর্ড আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।”

বর্তমানে ওসমান হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক। ফলে বিদেশে নেওয়ার ক্ষেত্রে মেডিকেল বোর্ডের ক্লিয়ারেন্সই হবে মূল নির্ধারক।

মেডিকেল বোর্ডের বৈঠক শেষে রোগীর সর্বশেষ অবস্থা এবং পরবর্তী চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

এম

Wordbridge School
Link copied!