• ঢাকা
  • শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা শাহজালালে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৪, ২০২৫, ১০:২৭ এএম
সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা শাহজালালে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কার্যক্রম ও নিরাপত্তাজনিত কারণে আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার জন্য যাত্রী ছাড়া অন্য কোনো দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। যাত্রীসেবা, নিরাপত্তা ও কার্যক্রমের শৃঙ্খলা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই সময়ের মধ্যে বৈধ টিকিটধারী যাত্রী ছাড়া অন্য কোনো সঙ্গী বা দর্শনার্থী বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন না।

বিমানবন্দর কর্তৃপক্ষ এই সাময়িক বিধিনিষেধ কার্যকর করতে যাত্রী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।

এম

Wordbridge School
Link copied!