• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ’ বললেন আইনজীবী


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০২১, ০৭:০০ পিএম
‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ’ বললেন আইনজীবী

ফাইল ছবি

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘গুরুতর অসুস্থ’ বলে জানিয়েছেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। তিনি জানান, বেগম জিয়ার অসুস্থতা বেড়ে যাচ্ছে। চিকিৎসায়ও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালতে মানহানির তিন মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য ছিল। কিন্তু তিনি অসুস্থতাজনিত কারণে আদালতে উপস্থিত হতে পারেননি।

তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সময়ের আবেদন দাখিল করেন।এর প্রেক্ষিতে তিন মামলার অভিযোগ গঠন শুনানির জন্য রোববার দিন ধার্য করেন আদালত।

আবেদনে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার উল্লেখ করেন, ‘আজ মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। মামলার একমাত্র আসামি বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থতার কারণে সরকারের নির্দেশে বাসায় আছেন। খালেদা জিয়ার বয়স ৭৬ বছর চলছে। তিনি শারীরিকভাবে গুরুতর অসুস্থ। এক বছর হাসপাতালে থেকে চিকিৎসা গ্রহণের পরও দিনে দিনে তার অসুস্থতা বাড়ছে। বর্তমানে করোনা মহামারি চলছে। অসুস্থতাজনিত কারণে মুক্তি পেয়েও খালেদা জিয়া নিজ বাসায়ই অবস্থান করছেন। বাসায় তার চিকিৎসা চলছে। কিন্তু তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। সঙ্গত কারণে অসুস্থ খালেদা জিয়া আদালতে হাজির হতে পারছেন না। এমতাবস্থায় অভিযাগ গঠন কার্যক্রম মুলতবি রাখার সময় প্রার্থনা করছি।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!