• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাসপাতালে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম


নিজস্ব প্রতিনিধি মে ১১, ২০২২, ০৩:২৭ পিএম
হাসপাতালে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

ফাইল ছবি

ঢাকা : ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম।

বুধবার (১১ মে) দুপুরে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে একই দিন সকালে তাকে হাসপাতালের ভিভিআইপি কেবিনে ভর্তি করা হয়। তবে মঙ্গলবার (১০ মে) রাজশাহীতে যান তিনি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী বলেন, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের অবস্থা এখনও স্থিতিশীল নয়। আজ বুধবার সকালে তার প্রায় ১০ বার পাতলা পায়খানা হয়েছে।

তিনি আরও বলেন, ভর্তির পর তাকে প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছে। ব্লাড প্রেশার কমে গেছে। এ কারণে আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!