• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নাগরিক সমস্যার সমাধানে প্রতিশ্রুতি ইশরাকের


ওবাইদুল হক, কবি নজরুল কলেজে প্রতিনিধি জানুয়ারি ২৮, ২০২৬, ০৩:৪৩ পিএম
নাগরিক সমস্যার সমাধানে প্রতিশ্রুতি ইশরাকের

ছবি : প্রতিনিধি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, প্রচার কার্যক্রমে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে এবং ভোটাররা তাঁদের বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরছেন। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধান করা হবে।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর ওয়ারী ৩৯ নং ওয়ার্ড এলাকা নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, প্রচারণায় অংশ নিতে সাধারণ মানুষ নিজেরাই নেমে আসছেন। দীর্ঘদিন ধরে অনেকেই ভোট দিতে পারেননি বলে তাঁরা জানিয়েছেন। এ ছাড়া বড় একটি সংখ্যক নতুন ভোটার যুক্ত হয়েছেন। এই আসনে প্রায় ৫২ শতাংশ নারী ভোটার রয়েছেন বলেও জানান তিনি।

ইশরাক আরও বলেন, বর্তমানে গ্যাসের সংকট সবচেয়ে বড় সমস্যা হিসেবে সামনে আসছে। তিনি বলেন, যেখানে যাচ্ছেন, সেখানেই এ বিষয়ে অভিযোগ পাচ্ছেন। তিনি ভোটারদের আশ্বস্ত করেন, নির্বাচিত হলে গ্যাসের সংকট নিরসনে তিনি কাজ করে যাবেন।

এ ছাড়া জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন নাগরিক সমস্যার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার কথাও জানান বিএনপির এই প্রার্থী।

ইশরাক হোসেন আরও বলেন, দলের ৩১ দফার আলোকে ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনা রয়েছে, তার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও বেকারত্ব দূরীকরণের বিষয়গুলো নিয়েও তিনি ভোটারদের সঙ্গে কথা বলছেন।

পিএস

Wordbridge School
Link copied!