• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আড়াইশ’ গাড়ির বহর নিয়ে আ. লীগের সমাবেশে জাহাঙ্গীর আলম


নিজস্ব প্রতিবেদক জুলাই ১২, ২০২৩, ০৩:১২ পিএম
আড়াইশ’ গাড়ির বহর নিয়ে আ. লীগের সমাবেশে জাহাঙ্গীর আলম

গাজীপুর: গাজীপুর থেকে ২৫০টি গাড়ির বহর নিয়ে ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম।  

বুধবার (১২ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ শান্তি সমাবেশের আয়োজন করেছে।

জাহাঙ্গীর আলম জানান, দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে আমাকে লোকজন নিয়ে ঢাকার শান্তি সমাবেশে যোগ দিতে বলা হয়েছে। গাজীপুর থেকে কয়েক হাজার লোক নিয়ে ঢাকায় শান্তি সমাবেশে যোগ দেব। শান্তি সমাবেশে যোগ দিতে বাস, মিনিবাস, ট্রাকসহ প্রায় আড়াইশ’ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক যানবাহন না পাওয়ায় অনেকে ব্যক্তিগত উদ্যোগে এবং ট্রেনে করে ঢাকায় গিয়ে আমাদের সঙ্গে যোগ দেবে।  

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান জানান, গাজীপুর থেকে দলের নেতাকর্মীরাও ঢাকার সমাবেশে যোগ দেবেন। তার নেতৃত্বে গাজীপুর মহানগর থেকে প্রায় ১০ হাজার দলীয় নেতাকর্মী নিয়ে ঢাকায় যাবেন।  

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!