• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শীতের তীব্রতা বাড়ছেই, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ 


রাজশাহী ব্যুরো ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:৪৯ পিএম
শীতের তীব্রতা বাড়ছেই, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ 

ছবি: প্রতিনিধি

কনকনে শীতে বিপর্যস্ত রাজশাহীর জনজীবন। গত এক সপ্তাহ ধরে তীব্র শীতের প্রভাবে শহরের মানুষকে স্বাভাবিক জীবনযাত্রা চালানো দুষ্কর হয়ে উঠেছে। হিমেল বাতাসের সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কমায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ।

রোববার সকাল ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ও ১৩ ডিসেম্বর ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৮ শতাংশ।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে থাকলেও বাতাসের কারণে শীতের অনুভূতি অনেক বেশি। এতে বাইরে কাজ করা মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ।

নির্মাণ শ্রমিক রফিকুল ইসলাম বলেন, “এই কনকনে শীতে কাজে আসতে খুব কষ্ট হয়। বাতাস থাকায় শীত আরও বেশি লাগে। তারপরও কাজ না করলে পরিবার না খেয়ে থাকবে।” গৃহকর্মী মাসুমা খাতুন যোগ করেন, “এই ঠাণ্ডার মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করা খুব কষ্টকর। পানিতে হাত দেওয়া যায় না। তবুও জীবনের তাগিদে কাজ করতে হয়।”

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, শীতের এই প্রবণতা আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে।

এসএইচ 

Wordbridge School
Link copied!