ফাইল ছবি
ডুবাই থেকে সংবাদদাতা: ব্যাট হাতে সামির মিনহাজ এবং বল হাতে আলি রাজার তাণ্ডবে ভারতীয় দল রীতিমত নাকানি-চুবানি খেলেছে। জুনিয়র এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান ১৯১ রানের বিশাল ব্যবধানে ভারতের কাছে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
আইসিসি একাডেমি মাঠে টস হারিয়ে ব্যাট করতে নেমে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের বিশাল সংগ্রহ গড়ে। এতে ১১৩ বলে ১৭২ রান করে ঝড় তুলেছেন সামির মিনহাজ।
জবাবে ভারতের ব্যাটিং তাণ্ডব সামলাতে পারলো না। আলি রাজার চার উইকেটের জাদুতে ভারত ২৬.২ ওভারে মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানি যুবারা খেলায় দেখিয়েছে শক্তিশালী ভারতকেও হারানো সম্ভব।
এসএইচ







































