• ঢাকা
  • শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

মনোনয়ন ফরম বিক্রি করে যত আয় জাতীয় পার্টির


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২১, ২০২৩, ০৯:৩৯ পিএম
মনোনয়ন ফরম বিক্রি করে যত আয় জাতীয় পার্টির

ঢাকা: দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিনে ১ হাজার ১৭৯টি মনোনয়ন ফরম বিক্রি করেছে জাতীয় পার্টি। এতে দলটির আয় ৩ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা।

মঙ্গলবার (২১ নভেম্বর) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথম দিনে (২০ নভেম্বর) ৫৫৭টি মনোনয়ন বিক্রি করে ১ কোটি ৬৭ লাখ ১০ হাজার টাকা এবং দ্বিতীয় দিনে (মঙ্গলবার) ৬২২টি ফরম বিক্রি করে ১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার টাকা আয় হয়েছে।

দেলোয়ার জালালী আরও বলেন, মনোনয়ন ফরম বিক্রি ২৩ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিটি ফরমের দাম ৩০ হাজার টাকা।

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা ও সংশয় আছে। তাই আমরা ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছি। মহাজোটে নয়, এবার এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।

এআর 

Wordbridge School
Link copied!