• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
জামায়াত আমির

জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, পদক্ষেপ নিতে হবে


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ২৮, ২০২৪, ০৮:০৯ পিএম
জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, পদক্ষেপ নিতে হবে

ঢাকা: দল-মত-ধর্ম ভিন্নতা থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু জাতীয় স্বার্থে আমরা যেন একমত থাকতে পারি। শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একথা বলেছেন। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে সন্ধ্যা ৬টার পর তিনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলটির দুই সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, আব্দুল হালিম এবং নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।

এর আগে গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। বৈঠক তারা জাতীয় ঐক্যের আহ্বান জানান।

আইএ

Wordbridge School
Link copied!