• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নুরকে আইসিইউ থেকে কেবিনে নেয়া হবে: ঢামেক পরিচালক


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১, ২০২৫, ০১:১০ পিএম
নুরকে আইসিইউ থেকে কেবিনে নেয়া হবে: ঢামেক পরিচালক

ছবি : সংগৃহীত

ঢাকা: আইসিইউ থেকে কেবিন নেওয়া হয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। 

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি আরও বলেন, নুরের নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি ঠিক হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। আর চোখের মধ্যে রক্তজমাট যেতে হতে ১ থেকে ২ সপ্তাহ লাগতে পারে।

আসাদুজ্জামান বলেন, বিভাগীয় প্রধানরা নুরকে সার্বক্ষণিক দেখছেন। তাকে নরমাল খাবার খেতে বলা হয়েছে। তবে তিনি খাবার খাওয়ার সময় ব্যাথা পাচ্ছেন। এটিও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। 

এর আগে, গত ৩০ আগস্ট রাত ৯টার দিকে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুর। ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা।

এ ঘটনার পরই দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠে। অন্তর্বর্তী সরকারসহ দেশের প্রায় সব দল নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করে নুরের স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন। একইসঙ্গে প্রধান উপদেষ্টা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন। 

এসআই

Wordbridge School
Link copied!