• ঢাকা
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট চায় জামায়াত


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৫, ২০২৫, ০৪:০৮ পিএম
জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট চায় জামায়াত

ফাইল ছবি

ঢাকা: জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি তৈরি করতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে গণভোট হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। 

রোববার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, জনগণ গণভোটের বিষয়ে খুব একটা অভ্যস্ত নয়। তবে জাতীয় নির্বাচন যাতে জটিলতায় না পড়ে, সে জন্য নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে গণভোট আয়োজন করা যেতে পারে। তফসিল ঘোষণার আগেই গণভোট সম্পন্ন হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কোনো বাধা থাকবে না। এতে দেশও স্বস্তি পাবে, রাজনৈতিক অস্থিরতাও কমবে।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার জন্য গণভোটই হতে পারে সবচেয়ে গ্রহণযোগ্য উপায়। এতে প্রাপ্ত সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়বে না এবং পার্লামেন্টও তা প্রত্যাখ্যান করতে পারবে না।

বিএনপি ও জামায়াতের সম্পর্ক নিয়ে তিনি বলেন, দুই দলের মধ্যে কোনো দূরত্ব নেই। গণভোটের ফল যদি তাদের বিপক্ষে যায়, তবুও তারা তা মেনে নেবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক সংস্কার বিষয়ে জামায়াত সবসময় সোচ্চার ছিল। জুলাই সনদ বাস্তবায়নের আইনি কাঠামো গঠনে গণভোটের পক্ষে সব দলই মত দিয়েছে।

এসএইচ

Wordbridge School
Link copied!