• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রার্থী ঘোষণায় অসন্তোষ মিত্ররা, কী ভাবছে বিএনপি?


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৭, ২০২৫, ০৫:৩৫ পিএম
প্রার্থী ঘোষণায় অসন্তোষ মিত্ররা, কী ভাবছে বিএনপি?

ফাইল ছবি

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে চলতি সপ্তাহে। রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বিএনপি ২৭২টি আসনে তাদের এককভাবে প্রার্থী ঘোষণা করেছে। এতে করে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র দলগুলোর মধ্যে।

বিএনপির ও সমমনা দলগুলোর নেতাদের সাথে কথা বলে জানা গেছে, দলটি সর্বোচ্চ ১০-১২টি আসন মিত্র কিংবা সমমনা দলগুলোর জন্য ছেড়ে বাকি সব আসনেই দলীয় প্রার্থী দিতে পারে।

তবে এসব দলকে নিয়ে জোটবদ্ধ নির্বাচন হবে, নাকি আসনভিত্তিক সমঝোতা হবে, তাও এখন পর্যন্ত চূড়ান্ত করেনি বিএনপি।

দলটির নেতারা ইঙ্গিত দিয়েছেন যে, দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে বলেই মিত্র দলগুলোর অনেক শীর্ষ নেতার প্রত্যাশিত আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। আর এটিই ক্ষুব্ধ করেছে বিএনপির দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত কয়েকটি দলকে। আবার কোনো মিত্র দল মনে করছে আলোচনার মাধ্যমেই এসব বিষয়ের নিষ্পত্তি হওয়ার সময় ও সুযোগ একেবারেই ফুরিয়ে যায়নি।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মিত্রদের সাথে আলোচনা করে তাদের সাথে নিয়েই এগুবে বিএনপি এবং এ জন্য দলের একটি কমিটিও কাজ করছে।

পিএস

Wordbridge School
Link copied!