ফাইল ছবি
ঢাকাঢ়: প্রতিটি মেয়েশিশুর স্বাধীনতা, সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করতে চায় বিএনপি। শনিবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে এ প্রতিশ্রুতি দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, ‘আসুন, প্রতিটি মেয়ের স্বপ্ন দেখার, শেখার, নেতৃত্ব দেওয়ার এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারকে সম্মান জানাই।’
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘একজন কন্যার বাবা হিসেবে আমি জানি, নারীর ক্ষমতায়ন শুধু একটি নীতি নয়, এটি একটি ব্যক্তিগত অনুভূতির বিষয়।’
তিনি জানান, বিএনপি সরকার অতীতে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রেখেছিল এবং সুযোগ পেলে ভবিষ্যতেও নারীর অগ্রযাত্রায় আরও কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তারেক রহমান বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে পোশাক শিল্প বিকাশ লাভ করে, যার মাধ্যমে লাখ লাখ নারী কর্মসংস্থানের সুযোগ, আয় ও সম্মান অর্জন করেন। তাঁর সময়েই নারীবিষয়ক মন্ত্রণালয় গঠনের মধ্য দিয়ে নারীর উন্নয়নকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়।
তিনি আরও উল্লেখ করেন, খালেদা জিয়ার শাসনামলে দশম শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়, ‘শিক্ষার জন্য খাদ্য’ ও ‘উপবৃত্তি’ কর্মসূচির মাধ্যমে লাখো মেয়ে বিদ্যালয়ে টিকে থাকতে সক্ষম হয়।
‘মাধ্যমিক পর্যায়ে নারীশিক্ষা সহায়তা প্রকল্প’-এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো মাধ্যমিক শিক্ষায় জেন্ডার সমতা অর্জন করে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাঁর মতে, এই প্রকল্প বাল্যবিবাহ রোধে বড় ভূমিকা রাখে এবং বিশ্বের বহু উন্নয়নশীল দেশ পরবর্তীতে এ মডেল অনুসরণ করে।
তারেক রহমান বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে নারী ও কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও কর্মসংস্থান বাড়াতে নতুন কর্মসূচি হাতে নেওয়া হবে।
এসএইচ







































