• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জাতীয় পার্টির সমাবেশে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপে ছত্রভঙ্গ 


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১১, ২০২৫, ০৪:৪৬ পিএম
জাতীয় পার্টির সমাবেশে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপে ছত্রভঙ্গ 

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে জাপার কর্মী সমাবেশে পুলিশি বাধার অভিযোগ উঠেছে।

দলটির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, সমাবেশ চলাকালীন হঠাৎ পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে সমাবেশটি কার্যত ভন্ডুল হয়ে যায়।

জাপার এক নেতা বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ পরিচালনা করছিলাম। হঠাৎ করে পুলিশ হামলা চালায় এবং কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে সমাবেশ অসমাপ্ত থেকে যায়।’

পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজধানীর এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ এবং প্রশাসনের ব্যাখ্যা জানতে অনুরোধ করা হয়েছে।

এসএইচ

Wordbridge School
Link copied!