• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জুলাই যুদ্ধাদের রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার: জামায়াত আমির


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৭, ২০২৫, ০৪:২৫ পিএম
জুলাই যুদ্ধাদের রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার: জামায়াত আমির

ফাইল ছবি

জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে-এ ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাই শহীদ পরিবার ও আহতদের রাস্তায় নামতে বাধ্য করেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর ১০-এর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে জামায়াতের মতো আর কাউকে এত জুলুম-নিপীড়নের শিকার হতে হয়নি। তাই জুলাইয়ের মজলুমদের কষ্ট জামায়াতই সবচেয়ে ভালো বোঝে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের পর থেকে আজ পর্যন্ত জামায়াতে ইসলামী কারও বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেয়নি। আন্দোলনের লক্ষ্য ছিল ন্যায়বিচার প্রতিষ্ঠা, প্রতিহিংসা নয়।

প্রসঙ্গত, আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

এসএইচ

Wordbridge School
Link copied!