• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাসনাতের ফেসবুকে শেয়ার করা ছবি নিয়ে বিতর্কের ঝড়


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৮, ২০২৫, ০৪:২৯ পিএম
হাসনাতের ফেসবুকে শেয়ার করা ছবি নিয়ে বিতর্কের ঝড়

ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মন্তব্য, যা রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি করেছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি ছবি শেয়ার করে হাসনাত লিখেছেন, “রক্ত দিতে হলে আমরা সবার আগে থাকি, কিন্তু ক্ষমতার প্রশ্ন এলে, আমাদের আর খুঁজে পাওয়া যায় না। পুনরাবৃত্তি!”

ছবির সঙ্গে তিনি দুইটি মুহূর্ত যোগ করার চেষ্টা করেছেন। একটি ছবি ২০২৪ সালের ৫ আগস্টের, যখন ড. মুহাম্মদ ইউনূস দেশে ফিরলে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ছবিতে দেখা যায়, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ, উমামা ফাতেমাসহ অন্যান্য নেতা উপস্থিত।

আর দ্বিতীয় ছবিটি শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের। ছবিতে প্রধান উপদেষ্টার পাশে রাজনৈতিক দলের নেতারা দেখা যাচ্ছে।

হাসনাতের মন্তব্যে ইঙ্গিত দিয়েছেন, এই দুই ছবির মধ্যে বর্তমান রাজনৈতিক সংস্কারে পার্থক্য স্পষ্ট। তার ভাষ্য অনুযায়ী, রক্ত দেওয়ার ক্ষেত্রে এনসিপি সর্বপ্রথম থাকলেও ক্ষমতার ক্ষেত্রে তাদের উপস্থিতি অনুপস্থিত।

উল্লেখ্য, জুলাই সনদ স্বাক্ষর হলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি এবং সনদে স্বাক্ষরও দেয়নি। হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস রাজনৈতিক মহলে এনসিপির অবস্থান ও সক্ষমতা নিয়ে আলোচনার সূত্রপাত করেছে।

এসএইচ

Wordbridge School
Link copied!