• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আওয়ামী লীগ ‘ডেথ চ্যাপ্টার’, যা এখন মরা হাতির মতো: হাসনাত


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৮, ২০২৫, ০৭:০২ পিএম
আওয়ামী লীগ ‘ডেথ চ্যাপ্টার’, যা এখন মরা হাতির মতো: হাসনাত

ফাইল ছবি

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ ‘ডেথ চ্যাপ্টার’, যা এখন মরা হাতির মতো। এটাকে যে যার মতো লাথি দিতে পারবে, কারণ এটা আর মূল ধারায় ফিরবে না। তবে, দল একসঙ্গে থাকলে সুবিধা নেবে না।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে নাগরিক কোয়ালিশন, ব্রেইন, ভয়েস রিফর্ম, ইনোভিশন ও ফিনটেক সোসাইটি আয়োজিত ‘ইকোনমিক রিফর্ম সামিট’-এর দ্বিতীয় দিনে তিনি এসব মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, যদি আমরা বিভিন্ন বর্গে বা সূত্রে ভাগ হয়ে যাই, তাহলে কঠিন হবে। আওয়ামী লীগ বিভিন্ন নামে ফিরে আসতে পারে, কারণ তাদের একটি কেবলা আছে এবং তার ধর্ম অনুযায়ী সব ফিরে আসে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, জুলাইয়ের সংগ্রামের ইতিহাস লিপিবদ্ধ করা জরুরি, যাতে তা এলোমেলো না হয়। ইতিহাস যেন সবার সামনে সঠিকভাবে আসে। এখানে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে এবং প্রত্যেকটি দৃষ্টিভঙ্গি উঠে আসা উচিত।

নেতা বলেন, ইতিহাসে ভালো-খারাপ বলে কিছু নেই। ইতিহাস পরিমাণগত, উদ্দেশ্যগত এবং মূল্যায়নযোগ্য নয়। প্রত্যেকের ইতিহাস লেখা উচিত, যাতে মানুষ নিজের বিচারবুদ্ধি অনুযায়ী সঠিকটা অনুধাবন করতে পারে।

অবশেষে তিনি বলেন, ইতিহাস যেন আর ক্ষমতার প্রোপাগান্ডা না হয়। কারণ যে সরকার ক্ষমতায় থাকে, তারা তাদের অবদানকে ফোকাস করে। ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাব-হিস্ট্রিগুলো মূল ইতিহাস হয়ে উঠতে পারে। তাই ইতিহাসকে নির্ভুল রাখতে হবে।

এসএইচ
 

Wordbridge School
Link copied!