• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকায় এলেন ডা. জোবাইদা রহমান


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৫, ২০২৫, ১১:১৬ এএম
ঢাকায় এলেন ডা. জোবাইদা রহমান

বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল। তার দেখভালের উদ্দেশে ঢাকায় এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় লন্ডন থেকে ছেড়ে আসা তার ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দীর্ঘ সময় পর তিনি আবারও ঢাকায় এলেন মূলত শাশুড়ি খালেদা জিয়ার লন্ডন যাত্রার প্রস্তুতি তদারকি করতে। প্রায় ১৭ বছর পর গত মে মাসে তিনি একবার স্বল্প সময়ের জন্য খালেদা জিয়ার পাশে ছিলেন। তবে এবার সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ সংকটাপন্ন অবস্থায় থাকা খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে।

এদিকে লন্ডন যাত্রা ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা এখনো কাটেনি। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতার আমিরের পাঠানো বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় নামার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা বিলম্বিত হয়েছে।

তিনি জানান, সবকিছু ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। তবে চূড়ান্ত যাত্রা নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর।

মির্জা ফখরুল বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা যদি ভ্রমণের উপযোগী হয় এবং মেডিকেল বোর্ড সম্মতি দেয়, তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখ তিনি উন্নত চিকিৎসার উদ্দেশে দেশ ত্যাগ করবেন।”

এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানো ও চিকিৎসক দলের চূড়ান্ত অনুমোদন—দুটিই এখনো অপেক্ষমাণ। তবে জোবাইদা রহমানের আগমনকে খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

এম

Wordbridge School
Link copied!