• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৩৭ বছরের মধ্যে ১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল, জানালেন স্ত্রী রাহাত আরা বেগম


জেলা প্রতিনিধি ডিসেম্বর ১৪, ২০২৫, ১১:০৪ পিএম
৩৭ বছরের মধ্যে ১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল, জানালেন স্ত্রী রাহাত আরা বেগম

ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বামীর নাম সরাসরি উল্লেখ না করেই তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ, কষ্ট ও সংগ্রামের কথা তুলে ধরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণী রাহাত আরা বেগম।

রোববার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া শিমুলডাঙ্গী স্কুল মাঠে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে এক উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “উনি ৩৭ বছর ধরে রাজনীতি করছেন। এই ৩৭ বছরের মধ্যে ১৬ বছর ঠিকমতো রাতে ঘুমাননি, ভালোভাবে খেতেও পারেননি। জেলেই কেটেছে জীবনের বড় একটা সময়।”

আবেগজড়িত কণ্ঠে তিনি আরও জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোট ১১ বার কারাবরণ করেছেন। এর মধ্যে একবার টানা সাত মাস এবং অন্যবারগুলোতে তিন মাস, দুই মাস ও এক মাস করে তাকে কারাগারে থাকতে হয়েছে।

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, “আপনারা কি তার পাশে আছেন? তিনি এত ত্যাগ করেছেন, আপনারা তাকে একটু শান্তি দিন।”

এ সময় রাহাত আরা বেগম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টায় তারেক রহমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরবেন বলে তিনি আশা করছেন।

স্বামীর মানবিক অনুভূতির কথা তুলে ধরে রাহাত আরা বেগম বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে তার স্বামী কখনোই শান্তিতে থাকতে পারেন না। “বাসায় আলাপের সময় তিনি বলেন, দেশের মানুষ ভালো নেই। কবে মানুষ মুক্তি পাবে, কবে তাদের মুখে হাসি ফোটানো যাবে—এই কথা বলতে বলতে তিনি কেঁদে ফেলেন,” বলেন তিনি।

উঠান বৈঠকে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, গড়েয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদক নাজমা পারভিনসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে রাহাত আরা বেগম ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি রাজনৈতিক সমাবেশে অংশ নেন।

এম

Wordbridge School
Link copied!