• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ আজ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৫, ২০২৫, ০৯:৩৪ এএম
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ আজ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। রোববার রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী, আজ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হতে যাওয়া এই সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেবে। ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে একত্রিত করে এই প্রতিরোধ সমাবেশ আয়োজনের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

ইনকিলাব মঞ্চের নেতারা জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় নীরবতা বা বিচ্ছিন্ন প্রতিক্রিয়া নয়, বরং সম্মিলিত রাজনৈতিক প্রতিবাদ গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনের নেতাদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এর আগে শনিবার ওসমান হাদির ওপর হামলার ঘটনায় যৌথভাবে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নেয় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানায় দলগুলো।

ওই বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।

এম

Wordbridge School
Link copied!