• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সিঙ্গাপুরের উদ্দেশ্যে এভারকেয়ার ছাড়লেন হাদি


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৫, ২০২৫, ০১:৪৬ পিএম
সিঙ্গাপুরের উদ্দেশ্যে এভারকেয়ার ছাড়লেন হাদি

ফাইল ছবি

ঢাকা: উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে এভারকেয়ার হাসপাতাল ছাড়লেন গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাকে নিয়ে সিঙ্গাপুরে উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার বড় দুই ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক। 

ওসমান হাদির শারীরিক অবস্থার কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। এখনো তার অবস্থা আশঙ্কাজনক। ব্রেন স্টেমে আঘাত এবং মস্তিষ্কের অতিরিক্ত ফুলে যাওয়ার কারণে রক্তচাপের ওঠানামা এবং হার্টবিট বাড়ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে নতুন করে আজ পর্যন্ত তার শারীরিক অবস্থা সম্পর্কে মেডিকেল টিম কোনো তথ্য প্রকাশ করেনি। রক্তচাপ এবং হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা চলছে।

রোববার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এসব তথ্য জানান। একইদিন রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, পরদিন দুপুরে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দেন, যদি সোমবারের মধ্যে ওসমান হাদির ওপর হামলাকারী গ্রেপ্তার না হয়, তাহলে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি তোলা হবে। পাশাপাশি একই দিনে বিকেলে জাতীয় শহিদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আয়োজন করার ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় চলন্ত অবস্থায় শরিফ ওসমান হাদিকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পিএস

Wordbridge School
Link copied!