ফাইল ছবি
দীর্ঘ ১৮ বছরের বিদেশি অবস্থান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার রোড ম্যাপ প্রকাশ করা হয়েছে। জানা গেছে, তিনি আগামী বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন। নিরাপত্তার কারণে সরাসরি ঢাকায় না এসে সিলেট বিমানবন্দর ব্যবহার করা হবে।
বিশ্বস্ত সূত্র জানায়, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে লন্ডন-সিলেট-ঢাকা রুট নতুন নয়। তারেক রহমানের আগমনের জন্য রাজধানীর গুলশান এভিনিউ ১৯৬ নম্বর বাসভবন প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বিএনপির পক্ষ থেকেও নীরবে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। তার কন্যা জাইমা জারনাজ রহমানও তার সঙ্গে দেশে আসতে পারেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন। এ নিয়ে দলব্যাপী বিশেষ উচ্ছ্বাস বিরাজ করছে।
এর আগে ২০০৭ সালে এক-এগারোর রাজনৈতিক পরিস্থিতির পর তারেক রহমান গ্রেফতার হন। ২০০৮ সালে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এবং দীর্ঘ সময় সেখানেই অবস্থান করেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর বিভিন্ন মামলায় তার সাজা বাতিল হয় এবং কিছু মামলায় আইনি অব্যাহতি পান।
এসএইচ







































