• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হবেন: সালাহউদ্দিন 


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২২, ২০২৫, ০৪:৪১ পিএম
তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হবেন: সালাহউদ্দিন 

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বিকেল ৩টায় অনুষ্ঠিত বৈঠকে এ তথ্য জানান তিনি। বৈঠকে বিএনপির প্রতিনিধিদলসহ নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ, সিনিয়র সচিব আখতার আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, ভোটার হিসেবে তারেক রহমানের নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং ২৭ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে ভোটাধিকারের প্রয়োগ করবেন। বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনকে সরবরাহ করা হয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!