• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেষ মুহূর্তে যে ৭ আসনে মনোনয়ন চূড়ান্ত করল বিএনপি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২০, ২০২৬, ০৫:০৮ পিএম
শেষ মুহূর্তে যে ৭ আসনে মনোনয়ন চূড়ান্ত করল বিএনপি

ফাইল ছবি

সারাদেশে বিএনপি তাদের ঘোষিত বিকল্প প্রার্থীদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। মূলত সাতটি আসনে বিকল্প প্রার্থী রাখা হয়েছিল, এর মধ্যে পাঁচটিতে আগের ঘোষিত প্রার্থীকেই চূড়ান্ত করা হয়েছে। দুটি আসনে বিকল্প প্রার্থীকে চূড়ান্ত করেছে দলটি।

সিলেট-৬ আসনে বিকল্প প্রার্থী হিসেবে জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে চূড়ান্ত মনোনয়ন এসেছে আগের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীর হাতে। সুনামগঞ্জ-২ আসনেও পূর্ব ঘোষিত নাছির হোসেন চৌধুরীর মনোনয়ন বহাল রাখা হয়েছে, যদিও বিকল্প প্রার্থী হিসেবে তাহির রায়হান চৌধুরী পাভেলকে রাখা হয়েছিল।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিকল্প প্রার্থী কবির আহমেদ ভূঁইয়া থাকলেও চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে। চট্টগ্রাম-৬ রাউজান আসনে মূল প্রার্থী হিসেবে গিয়াস কাদের চৌধুরী মনোনয়ন পেয়েছেন, যদিও বিকল্প প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকারকেও মনোনয়ন দেওয়া হয়েছিল।

যশোর-৪ আসনে ঋণখেলাপির দায়ে পূর্বনির্ধারিত প্রার্থী টি এস আইয়ুবের মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিকল্প প্রার্থী মতিয়ার রহমান ফারাজীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। সুনামগঞ্জ-১ আসনে আগের প্রার্থী আনিসুল হককে ছাড় দিয়ে সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দলটি।

বগুড়া-২ আসনে যদিও মিত্র দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ছাড় দেওয়া হয়েছে, সেখানে বিকল্প প্রার্থী হিসেবে বিএনপি নেতা মীর শাহে আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে এই আসনে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

এই সিদ্ধান্তের পর বিএনপির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যেখানে মূল আসনগুলোর সঙ্গে মিল রেখে বিকল্প প্রার্থীর মনোনয়ন কার্যক্রম শেষ করার চেষ্টা করা হয়েছে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!