ফাইল ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করে শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে শাহবাগ এলাকায় শুরু হয়েছে প্রতিবাদ ও আন্দোলন। শহীদ হাদির জানাজা শেষে শিক্ষার্থী ও যুবকরা মিছিল নিয়ে শাহবাগে প্রবেশ করে।
শাহবাগে পৌঁছানোর পর ছাত্র-জনতা নানা ধরনের স্লোগান দিতে থাকে। তাদের স্লোগানেই প্রতিফলিত হচ্ছে ক্ষোভ, শোক ও বিচারের দাবি। “হাদি হত্যার বিচার চাই”, “আমরা সবাই হাদি হবো” এবং “হাদির রক্ত বৃথা যাবে না”-এই ধরনের স্লোগান দিয়ে তারা আন্দোলনকে প্রাণবন্ত করে তুলেছেন।
স্থানীয়রা জানান, শাহবাগের চারপাশে ব্যাপক পুলিশি তৎপরতা রয়েছে। তবে, ছাত্র-জনতার উত্তেজনা ও মিছিলের ঢেউ সামলাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসময় মিছিলের সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও যুবকরা যুক্ত হয়েছেন। শহীদ হাদির হত্যার বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশের পাশাপাশি, তারা দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি জানান।
এ আন্দোলন কেবল রাজধানীর কেন্দ্রীয় এলাকায় সীমাবদ্ধ নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ হাদির হত্যার বিচার দাবিতে পোস্ট, ভিডিও ও শোকগাঁথা ছড়িয়ে দিচ্ছেন।
জানাজা এবং শাহবাগে আন্দোলনের মাধ্যমে দেশব্যাপী প্রতিফলিত হচ্ছে শহীদ হাদির প্রতি জনমানুষের শ্রদ্ধা এবং হত্যার ন্যায় বিচার দাবি। শিক্ষার্থী ও যুব সমাজের অংশগ্রহণ এ আন্দোলনকে ব্যাপক ও প্রভাবশালী করেছে।
এসএইচ







































