• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কানাডায় বাবা-মাকে স্পন্সরের ‘আগ্রহপত্র’ জমা শুরু ১৩ অক্টোবর


নিউজ ডেস্ক অক্টোবর ৬, ২০২০, ১২:৩৮ পিএম
কানাডায় বাবা-মাকে স্পন্সরের ‘আগ্রহপত্র’ জমা শুরু ১৩ অক্টোবর

ঢাকা : কানাডার নাগরিক কিংবা স্থায়ী বাসিন্দাদের বাবা-মাকে স্পন্সর করে কানাডায় নেওয়ার জন্য আগামী ১৩ অক্টোবর থেকে ‘আগ্রহপত্র’ (ইন্টারেস্ট টু স্পন্সর) গ্রহণ শুরু হবে।

আগামী ১৩ অক্টোবর দুপুর ১২টা থেকে ৩ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত অনলাইনে আগ্রহপত্র জমা দেওয়া যাবে বলে কানাডার ইমিগ্রেশন বিভাগ ঘোষণা করেছে। চলতি বছর সর্বোচ্চ ১০ হাজার বাবা-মার আবেদনপত্র গ্রহণ করা হবে বলে সংস্থাটি জানিয়েছে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অনলাইনে জমা হওয়া আগ্রহপত্রগুলো থেকে দ্বৈচয়ন পদ্ধতিতে বাছাই করে তাদের কাছে আবেদনপত্র পাঠানো হবে। আবেদনপত্র জমা দেওয়ার জন্য ৬০ দিন সময় দেওয়া হবে।

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে স্পন্সরে আগ্রহীদের আয়ের শর্তাবলী খানিকটা শিথিল করা হচ্ছে। তবে অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকছে। আগামী ডিসেম্বরের মধ্যে ৪৯ হাজার আবেদনপত্র নিষ্পত্তি করার লক্ষ্যমাত্রা স্থির করেছে কানাডা।

কানাডার জন্মলগ্ন থেকে এ পর্যন্ত ১৭ মিলিয়নের বেশি লোক অভিবাসী হয়ে দেশটিতে স্থায়ীভাবে বাস করছে। কানাডার ইমিগ্রেশন সংস্থার হিসাব অনুযায়ী, প্রতি বছর প্রায় আড়াই লাখ অভিবাসনপ্রত্যাশী পাড়ি দেয় কানাডায়। 

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!