ঢাকা : চলতি বছর যারা পবিত্র হজ পালন করেছেন তাদের মধ্যে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ জন হাজী। মঙ্গলবার (৮ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬৫ হাজার ৯৯৩ জন।
হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সউদী এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স নামে তিনটি বিমান সংস্থা যুক্ত রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ৩৪ হাজার ৮ জন, সউদী এয়ারলাইন্স ২৬ হাজার ৬৮৩ এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১০ হাজার ৩৮৮ জন হাজিকে
এ পর্যন্ত ২০০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮ ও সউদী এয়ারলাইন্স ৭৪টি ফ্লাইট চালিয়েছে আর ফ্লাইনাস পরিচালনা করেছে ২৮টি ফ্লাইট।
চলতি বছর হজ পালনে গিয়ে ৪২ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যুর কারণগুলোর মধ্যে বার্ধক্যজনিত জটিলতা ও অসুস্থতা ছিল প্রধান।
হাজীদের ফিরিয়ে আনতে ১০ জুলাই পর্যন্ত ফ্লাইট পরিচালনা করা হবে।
পিএস







































