• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইমরুল-মুমিনুলকে যে পরামর্শ দিলেন মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১৩, ২০১৯, ০৮:৫০ এএম
ইমরুল-মুমিনুলকে যে পরামর্শ দিলেন মাশরাফি

ঢাকা: সংবাদমাধ্যমের প্রশ্নের কারণে চাপে পড়েন ক্রিকেটাররা! ভারত সফরে গিয়ে এমন প্রশ্ন তুলে দিয়েছিলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এ নিয়ে তার বিস্তর সমালোচনা হয়েছিল। বুধবার (১২ ডিসেম্বর) প্রথম ম্যাচ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে জিতিয়ে উঠে এসে ইমরুল কায়েসও মুমিনুলের কথারই পুনরাবৃত্তি করলেন। তারও দাবি সংবাদমাধ্যমের চাপের কারণেই তিনি জাতীয় দলে এসে ফর্ম হারিয়ে ফেলেন।

প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে গিয়েছে ঢাকা প্লাটুন। সংবাদ সম্মেলনে এসেছিলেন ঢাকার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার কাছে সংবাদমাধ্যমের চাপের ব্যাপারে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। জবাবে মাশরাফি বলে গেলেন, ‘আমার কাছে মনে হয় আপনাদেরও ব্যক্তিগতভাবে বিষয়গুলো না নেওয়া উচিত। অনেকে আবার সামলাতে (মিডিয়া) অভ্যস্ত না। অনেক সময় দেখা যায় যে, অনেক খেলোয়াড় আছে যারা বাইরের জিনিস নিয়ে নেয়।’

এরপর মাশরাফি যোগ করেন,‘ পেশাদার ভাবমূর্তি ধরে রাখতে হবে। আমি খারাপ করলে আপনি লিখতে বাধ্য। আমি ভালো করলেও আপনি লিখতে বাধ্য। কাজেই এটা ব্যক্তিগতভাবে না নিয়ে চলাটা ভালো। অনেকেই এগুলো পড়ে বা দেখে। হয়তো সে চাপটা মাথায় নিয়ে নেয়। যেটা পেশাদার জীবনে প্রয়োজন নেই। পেশার জায়গা থেকে চিন্তা করলে আপনিও (সাংবাদিক) একটা জায়গায় আছেন, খেলোয়াড়ও আছে। যে যার কাজ করবে সেটাই স্বাভাবিক। মিডিয়াকে দোষ দিয়ে তো ভালো খেলতে পারার সুযোগ কম।’

সংবাদমাধ্যমে তৈরি হওয়া সমালোচনা বড় ক্রিকেটাররা এড়িয়ে চলেন। মাশরাফি বলছেন, ‘মিডিয়ার লেখালেখির কারণে যদি মাথায় ঝামেলা তৈরি করে তাহলে সেটা উপেক্ষা করা ভালো। বড় খেলোয়াড়রা এটাই করে। আমার কাছে মনে হয় যার যেটা পেশা সেখানে স্ট্যান্ড নেওয়া জরুরী। আপনি খেলোয়াড়, আপনি খেলা নিয়ে চিন্তা করেন বাইরের চিন্তা বাদ দিয়ে।’

সোনালীনিউজ/আরআইবি/এইচএন

Wordbridge School
Link copied!