• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

পিএসজির তারকা ও অর্থের ঝনঝনানিতে মাথা ঘুরছে বায়ার্ন মিউনিখের


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৩, ২০২১, ০২:৫৪ পিএম
পিএসজির তারকা ও অর্থের ঝনঝনানিতে মাথা ঘুরছে বায়ার্ন মিউনিখের

ঢাকা: এতগুলো বিশ্বমানের খেলোয়াড়, তাদের বেতন সংক্রান্ত বিষয়াদি কীভাবে সামলাচ্ছে পিএসজি, এই বিষয়টিই বুঝে উঠতে পারছে না ফ্রান্সের আরেক সেরা ক্লাব বায়ার্ন মিউনিখ। 

এক সাক্ষাৎকারে বায়ার্নের সভাপতি হারবার্ট হাইনার বলেছেন, ‘পিএসজি কীভাবে আর্থিক সংগতি নীতি মেনে এতগুলো বিশ্বমানের খেলোয়াড় দলে আনছে এবং তাদের বেতন দিচ্ছে, আমি এখনো চেষ্টা করছি ব্যাপারটা বোঝার। পিএসজি নিজেদের দলের মান বাড়াচ্ছে, কিন্তু আমরা পর্যবেক্ষণ করছি তারা উয়েফার নিয়ম মানছে কি না। আমরা উয়েফার নিয়ম মানি। আমরা আশা করি বাকি সব ক্লাবও মানবে।’

পিএসজির বেতন বিল দেখে চোখ কপালে উঠে যাচ্ছে বায়ার্ন সভাপতির, ‘আমি পিএসজিকে এখনই দোষ দিচ্ছি না। কিন্তু তারা অতিরিক্ত খরচ করে খেলোয়াড় কিনছে। খেলোয়াড় কেনার ক্ষেত্রে খরচ না হলেও বেতনের বিল অনেক বেশি হওয়ার কথা তাদের। আমি যখন শুনি মেসির নিট আয় চার কোটি ইউরো, তার মানে করসহ ওর জন্য খরচ হয় আট কোটি ইউরো। এ ছাড়া হাকিমি, রামোস, দোন্নারুম্মার মতো খেলোয়াড়েরাও আছে। সব মিলিয়ে বেতনের খরচ প্রচুর হওয়ার কথা।’

ওদিকে মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার সংবাদ সম্মেলনেই পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফি বলেন, ‘আমরা আর্থিক সংগতি নীতির নিয়ম জানি এবং সেই নিয়ম মেনেই চলি। কিছু করার আগে আমরা নিজেদের বাণিজ্যিক, আর্থিক ও আইন বিভাগের সঙ্গে কথা বলি। মেসিকে সই করানোর মতো সামর্থ্য আমাদের আছে। আমরা তা পারি বলেই মেসিকে সই করিয়েছি। তা না হলে সই করানো হতো না।’

কিছুদিন আগেই হাইনারের মতো প্রশ্ন তুলেছিলেন লিলের পর্তুগিজ ডিফেন্ডার জোসে ফন্ত। প্রশ্ন তুলেছিলেন, আর্থিক নিয়ম মেনে পিএসজি কীভাবে করছে এই দলবদলগুলো। টকস্পোর্টের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ফ্রান্সের আর্থিক সংগতি নীতি আমি বুঝতে চাইছি। প্রতিটি ক্লাব তাদের ব্যয় কমাচ্ছে। তারা খুব বেশি কিনতে পারছে না, বেশি বেতনের খেলোয়াড় নিতে পারছে না, কিন্তু পিএসজি ঠিকই এগিয়ে যাচ্ছে এবং দেখে মনে হচ্ছে, কোনো আইন নেই।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!