• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

করোনা আক্রান্ত লিওনেল মেসি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২, ২০২২, ০৬:০৪ পিএম
করোনা আক্রান্ত লিওনেল মেসি

ছবি : লিওনেল মেসি

ঢাকা : ইউরোপে করোনার যে সুনামি লেগেছে তার থেকে কোনোভাবে বাদ যাচ্ছে না নামি-দামি ফুটবল ক্লাবগুলো এবং একইসঙ্গে ফুটবল খেলোয়াড়রাও।

এতদিন ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগার রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার খবর শোনা গিয়েছিল যে, এই দুই ক্লাবে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

এবার জানা গেছে, ফ্রান্সের রাজধানী প্যারিসেও করোনার ঢেউ আছড়ে পড়েছে বেশ ভালোভাবেই। যার জেরে প্যারিসের ক্লাব পিএসজি ফুটবলার লিওনেল মেসিও করোনা আক্রান্ত হয়েছেন। পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে, মেসিসহ তাদের মোট চারজন ফুটবলার করোনা আক্রান্ত।বর্তমানে আইসোলেশনে আছেন তারা।

 সোমবার ফরাসি কাপে পিএসজি-র খেলা রয়েছে।এর আগেই শোনা গেল এই দুঃসংবাদ।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!